Annual Results 2022 publish notice

পুন:ভর্তি বিজ্ঞপ্তি-২০২৩

সিলভার বেল্স গালস হাই স্কুল

আগামী ২২-১২-২২ইং সকাল ৯টায় বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। উত্তীণ প্রার্থীদের আগামী ২৪-১২-২২ থেকে ৩১-১২-২২ ইং তারিখের মধ্যে ৩০০০/- টাকা সেশন ফি পরিশোধ করে ভর্তি হতে হবে। সময় ৮.৩০ থেকে ১২.৩০। ভর্তির সময় উত্তীণ শ্রেণির রিপোট কাড সাথে আনতে হবে। 

মাসিক বেতন-নার্সারী-৫ম শ্রেণি-১৬০০/-, ৬ষ্ঠ-১০ম শ্রেণি-১৮০০/-।

১ জানুয়ারী ২০২৩ ইং সকাল ৯.০০ টা থেকে কেজি থেকে ১০ম শ্রেণির ক্লাস শুরু হবে। 

নাসারী শ্রেণির ক্লাস ০৩-০১-২০২৩ তারিখ সকাল ৯.০০ টায় শুরু হবে।

২৪-১২-২২ তারিখ থেকে স্কুল ড্রেসের টাকা জমা নেওয়া হবে। 

ড্রেসের মূল্য :

নার্সারী-১ম -১১৫০/-

২য়-৩য় -১৩০০/-

৪র্থ-৭ম -১৫৫০/-

৮ম-১০ম -১৬৫০/-