৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্রীদের অনলাইন জন্মনিবন্ধন ও ইউনিক আইডি সংক্রান্ত নোটিশ (সংশোধিত)


 সমগ্র দেশব্যাপী ৬ষ্ঠ  থেকে ১০ম  শ্রেণির ছাত্রছাত্রীদের ইউনিক আইডি নম্বর  ভিত্তিক ডাটাবেইজ তৈরি করার লক্ষ্যে  শিক্ষামন্ত্রনালয় কর্তৃক একটি কার্যক্রম শুরু হয়েছে। উক্ত্ ইউনিক আইডি নম্বর  সংক্রান্ত  তথ্য ফরম পূরণের জন্য প্রত্যেক ছাত্রছাত্রীর অনলাইন জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। অত্এব  যে সকল ছাত্রছাত্রীর  জন্মনিবন্ধন অনলাইনে নিবন্ধন করানো হয়নি তাদেরকে জরুরী ভিত্তিতে অনলাইন জন্মসনদ সংশ্লিষ্ট সিটিকর্পোরেশন ওয়ার্ড কার্য্যালয় থেকে আগামী ৩০/০৫/২১ ইং তারিখের মধ্যে সংগ্রহের জন্য অনুরোধ করা হল।

ইউনিক আইডি তথ্যফরম টি স্কুল অফিস  থেকে ২৯/৫/২১ থেকে ০৩/০৬/২১ তারিখ পযন্ত বিতরণ করা হবে।


শিক্ষামন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত ইউনিক আইডি  নোটিশ ও ইউনিক আইডি তথ্যফরমটি

আপলোড করা হল: